বিকাশ সাহাঃ গ্রামের মহিলাদের স্বনির্ভর করার তাগিদে নতুন চারা গাছ তৈরী ও গাছ থেকে কলম তৈরীর তিন দিনের প্রশিক্ষণ শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ সামগ্রিক উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কালিয়াগঞ্জের রাতনে অবস্থিত প্রসাদ নার্সারিতে। হেমতাবাদ ব্লকের পাঁচটি মহাসংঘের মোট ১০০ জন মহিলা অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, কালিয়াগঞ্জ সামগ্রিক উন্নয়ন পর্ষদের আধিকারিক অভিজিৎ নন্দী, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ, মহিলাদের প্রশিক্ষক তথা কৃষকরত্ন প্রাপ্ত প্রসাদ নার্সারির মালিক তারা প্রসাদ সহ প্রমুখ। নতুন চারাগাছ তৈরী ও গাছ থেকে কিভাবে কলম তৈরী করা হয় সে ব্যাপারে তিন দিন ধরে মহিলাদের হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ শিবিরে।
কালিয়াগঞ্জ সামগ্রিক উন্নয়ন পর্ষদের আধিকারিক অভিজিৎ নন্দী বলেন, আগামী দিনে মহিলারা যাতে বাড়িতে বসেই চারা গাছ ও গাছ থেকে কলম করে নতুন চারা তৈরী করে আর্থিক ভাবে লাভবান হন সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
নতুন চারা গাছ ও গাছ থেকে কলম তৈরীর প্রশিক্ষণ শুরু হল কালিয়াগঞ্জে
মঙ্গলবার,২৮/০৭/২০১৫
753