কোন সুযোগ দিল না রিয়াল মাদ্রিদ


মঙ্গলবার,২৮/০৭/২০১৫
605

খবরইন্ডিয়াঅনলাইনঃ     রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না ইতালির জায়ান্ট ইন্টার মিলান। সোমবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে রিয়ালের কাছে ৩-০ গোলে পর্যদুস্ত হয়েছে ইন্টার।

চিনের গুয়াংজুতে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালের পক্ষে গোল করেছেন জেসে, রাফায়েল ভারানে এবং জেমস রদ্রিগেজ। তবে গোল না পেলেও ম্যাচে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন স্প্যানিশ দলটির দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। ফুটবল শৈলীতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪০ হাজার দর্শকের মনোরঞ্জন করেছেন তারা।

ম্যাচের ২৯ মিনিটে জেসের গোলে এগিয়ে গিয়েছে রিয়াল। গোল বানিয়ে দিয়েছেন মার্সেলো। এরপর ৫৬ মিনিটে ব্যবধান ২-০ করেছেন ভারানে। আর ৮৮ মিনিটে ফ্রি কিক থেকে ইন্টারের হতাশা বাড়িয়ে আরও একবার বল জালে জড়িয়েছেন জেমস রদ্রিগেজ।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছিল রিয়াল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট