বিকাশ সাহাঃ গোপন সুত্রে খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আলসামোড় থেকে প্রায় ২ লক্ষ টাকার চন্দন কাঠ উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ডিএসপি ডিআইবি সুজিত ঘোষ জানান, গোপন সুত্রে খবর পেয়ে রায়গঞ্জের আলসামোড় এলাকার ধানক্ষেতের মধ্যে ছড়িয়ে থাকা তিনটি জায়গা থেকে চন্দন কাঠ উদ্ধার করা হয়। চন্দন কাঠগুলি উদ্ধার করে রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়িতে আনা হয়। চন্দন কাঠের ওজন প্রায় ৮০ কেজি। যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকার বেশি।
পুলিশ কাওকে গ্রেপ্তার করতে না পারলেও কোথা থেকে চন্দন কাঠগুলি আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলি মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছিল, কে এর সাথে যুক্ত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
রায়গঞ্জের আলসামোড় থেকে ২ লক্ষ টাকার চন্দন কাঠ উদ্ধার
রবিবার,২৬/০৭/২০১৫
585