অধীর ও বাবুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রাকে কটাক্ষ করলেন


রবিবার,২৬/০৭/২০১৫
699

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    লন্ডন সফরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। একযোগে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। রবিবার সকালে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ৪৮ জন শিল্পপতি-সহ ৯৫ জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যক্ষেত্রে বাংলার ভাবমূর্তি উজ্জ্বল করাই তাঁর লন্ডন সফরের মূল লক্ষ্য। কিন্তু, লন্ডন-যাত্রার ঠিক আগের দিন শনিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৮৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ।

এর আগে সিঙ্গাপুরে গেলেন। সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরী কলা এসেছে। ৪৯ শতাংশ ডিএ বাকি। সরকারি কর্মীরা খুশি নয়। আর এখন ১০০ জন প্রতিনিধি নিয়ে লন্ডন যাচ্ছেন। টাকার অপচয় বেড়ে গিয়েছে। লন্ডন যাওয়া নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে।অপরদিকে পুঁজি আনতে গিয়ে এখানকার শিল্প-পরিবেশ সম্পর্কে লন্ডনের শিল্পপতিদের কাছে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন, একই সঙ্গে রাজ্যে উত্তরোত্তর বাড়া নারী পাচারের প্রতিকার না করে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে কন্যাশ্রী প্রকল্প নিয়ে কী বক্তৃতা দেবেন, তা নিয়েও শনিবার প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।‘‘উনি তো ওঁর লন্ডনে জয়যাত্রা নিয়ে নিজেই আত্মবিশ্বাসী নন। উনি বলছেন, ৩০ শতাংশ ওখান থেকে আদায় করতে পারলেই না কি বিরাট ব্যাপার! কী করতে যাচ্ছেন ওখানে? সিন্ডিকেট ব্যাপারটা কী, সেটা ব্যাখ্যা করে ওখানকার শিল্পপতিদের বোঝাবেন মুখ্যমন্ত্রী?’ প্রশ্ন তুলে কটাক্ষ অধীরের । লগ্নি টানার লক্ষ্যে গতবছর সিঙ্গাপুর গেলেও রাজ্যের শিল্পোন্নয়নে তা বিশেষ কোনও ডিভিডেন্ট দেয়নি বলেই মনে করে বণিক মহলের একাংশ। উল্টে যে সব শিল্প আছে, তার অনেকগুলির গেটে তালা ঝুলেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট