বিকাশ সাহাঃ নিয়ন্ত্রন হারিয়ে লড়ি নয়ঞ্জলিতে পড়ে মৃত এক আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাবেহঘাটার অন্তর্গত কালুডাঙ্গা এলাকায়। এদিন সকাল সাড়ে দশটা নাগাত একটি লড়ি কালিয়াগঞ্জে বালি ফেলে লেবার সহ ইটাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় কালুডাঙ্গা এলাকায় এক সাইকেল আরোহী হটাত করে লড়ির সামনে এসে পড়লে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের নয়ঞ্জলিতে পড়ে যায় লড়িটি। লড়িতে থাকা কয়েকজন নেবার ছিটকে পড়লে গুরুতর আহত হয় মিঠুন দাস (১৯) ও কালা দাস (২০)। স্থানীয়বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন মিঠুন দাসের মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক লড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কালিয়াগঞ্জে লড়ি নয়ঞ্জলিতে পড়ে মৃত এক আহত এক
শনিবার,১১/০৭/২০১৫
585