পার্লামেন্ট রায় দিল সংস্কার -এর পথে


শনিবার,১১/০৭/২০১৫
679

খবরইন্ডিয়াঅনলাইনঃ    গ্রিসের পার্লামেন্ট অর্থনৈতিক সংকট কাটাতে দেশটির সরকারের সর্বশেষ প্রস্তাব অনুমোদন দিয়েছে।

পার্লামেন্ট অধিবেশনে গভির রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ২৫১জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেন।

ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য এই প্রস্তাব নিয়ে এগুতে এই এমপিরা গ্রিস সরকারকে সমর্থন দিয়েছেন।

শেষপর্যন্ত গিসের পার্লামেন্ট সংস্কার প্রস্তাবের পক্ষেই মত দিলো।

কিন্তু প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস তার নিজ দলেরই কয়েকজন এমপির ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

তিনি স্বীকার করেছেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গিকারের মধ্যে ছিল না।

গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে।

রোববার ইউরো জোনের নেতাদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংস্কার প্রস্তাবে কর বৃদ্ধি, বেসরকারিকরণ এবং পেনশন বিষয়ে নতুন বিধিসহ আরো বেশ কিছু শর্ত রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট