বিকাশ সাহাঃ প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক কিশোরকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ । রায়গঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শঙ্করপুর এলাকার বাসিন্দা ধৃত ঐ কিশোরের নাম অশোক বর্মণ (১৪)। পুলিশ সুত্রে জানাযায়, শিশুটির বাবা মা বাইরে কাজ করার কারণে মাঝে মধ্যেই মেয়েটি একাই বাড়িতে খেলাধুলা করত। গত ৭ ই জুলাই সেই সুযোগকে কাজে লাগিয়ে পাশের বাড়ির ঐ কিশোর শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ছাত্রীর পিতা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে সালিশি সভা করার কথা বলা হয়। কিন্তু শিশুটির পিতা সালিশি সভার পথে না হেঁটে আইনের দ্বারস্থ হন। সেই মতো ঐ কিশোরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পড়িবার। পড়িবারের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ অশোককে গ্রেপ্তার করে এদিন বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে।
প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রায়গঞ্জে গ্রেপ্তার এক কিশোর
বৃহস্পতিবার,০৯/০৭/২০১৫
580