খবরইন্ডিয়াঅনলাইনঃ তরুণী নম্রতা দামোর আত্মহত্যা করেননি, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ব্যাপম দুর্নীতিকাণ্ডে উঠে এল নয়া তথ্য।ব্যপমকাণ্ডে বিজেপি-র অস্বস্তি আরও বাড়িয়ে দিল মৃত নম্রতা দামোরের ময়না তদন্তকারী চিকিত্সকের বয়ান। চিকিত্সকের এই বয়ান প্রকাশ্যে আসার পরই চাপে মধ্যপ্রদেশ পুলিশ ফের মৃত্যু-তদন্তের ফাইল খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি নম্রতার বাবার সাক্ষাৎকার নিয়ে ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক সাংবাদিকের।
ব্যাপম কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট নম্রতাকে খুন করা হয়েছে
বুধবার,০৮/০৭/২০১৫
336