রায়গঞ্জে লড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ


মঙ্গলবার,০৭/০৭/২০১৫
546

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে লড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। উত্তর রুপাহার গ্রামের বাসিন্দা মৃত ছাত্রের নাম বাপি রায় (১৪)। রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র বাপি এদিন মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে সময় একটি লড়ি বাপির সাইকেলে ধাক্কা মারলে রাস্তার উপর পরে যায় সে। দশ চাকার লড়ির চাকায় চাপা পরে গুরুতর আহত হয় বাপি। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।  স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গুরুতর আহত বাপিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে ফুটপাতের দাবীতে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখান। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করলেও ড্রাইভার ও খালাশি পলাতক। RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট