অভিনেত্রী সানি মন দিয়ে কাজ করতে পারছে না


সোমবার,০৬/০৭/২০১৫
731

খবরইন্ডিয়াঅনলাইনঃ    স্পিল্টস ভিলার এবছরও বসন্ত এসেছে সানির হাত ধরে। তবে এ বসন্তের কাটা এবার বিঁধছে সানির শরীরে। গত মরশুমের বিজয়ী পরস নাকি সানিকে বারবার বিরক্ত করে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, শ্যুটিং চলাকালীন পরস নিম্নমানের কৌতুক করে সানিকে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। সানি প্রথমে ওই সব উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। নিরুপায় সানি অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন। আর তাই স্পিল্টস ভিলার লঞ্চ অনুষ্ঠানে পরসকে ডাকেননি প্রোডাকশন হাউস।

পরস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিল্টস ভিলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য যেতে পারেননি। উল্লেখ্য, টিভি অভিনেত্রী সারা খানের প্রাক্তন বয়ফ্রেন্ড পরস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট