ভারত সেরা
পূর্ণেন্দু চক্রবর্তী
—————
আঁধার শেষে আলোর মেলা
বাগান ভরা ফুল
সোনার তরী ভাসল জলে
আবেগে মশগুল।
বাঁধন হারা জনজোয়ার
বাড়িয়ে দিতে হাত
আই লিগের শেষ ম্যাচেতে
মোহন বাজিমাত।
সবুজ আবির হোলি খেলা
গঙ্গা পাড়ের দল
ভারত সেরা বিজয় হাসি
এই তো ফুটবল।
মাতল সবাই দিশেহারা
ভাবনা কত মনে
মোহনবাগান জয়ের ধ্বনি
মুখর মাঠে লনে।
সৌজন্যেঃ আজকের খেলাধুলো
ভারত সেরা
শনিবার,০৪/০৭/২০১৫
586