বিকাশ সাহাঃ সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিন। ১লা জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। সেই উপলক্ষে এদিন বুধবার সকালে রায়গঞ্জে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, উপপৌরপতি রনজ কুমার দাস, রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক সহ শিক্ষাবিদ ও গুণীজনেরা। এছাড়াও এদিন জেলার বিভিন্ন ব্লকে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিন পালন করা হয়।
উত্তর দিনাজপুর জেলাতে ডক্টর বিধান চন্দ্র রায়ের শ্রদ্ধা জ্ঞাপন
বুধবার,০১/০৭/২০১৫
618