ছিটমহল নিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।


বুধবার,০১/০৭/২০১৫
686

প্রদীপ কুন্ডুঃ কোচবিহার সার্কিট হাউসে বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশাসনিক বৈঠক করলেন। বৈঠকে ছিটমহল বিনিময় এবং অধিবাসীদের পুনর্বাসন সংক্রান্ত ব্যবস্থা নিয়ে জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা ও নির্দেশ দেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বি.এস.এফ, এস.এস.বি ও পুলিশ প্রশাসন। বিভিন্ন বিভাগীয় কর্তাগণ উপস্থিত ছিলেন। ছিটমহল বিনিময় হওয়ার পর যারা ভারতে আসবেন তাদেরকে চিহিৃতকরণ এবং গণনা ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে। দুই দেশের পক্ষথেকে যৌথভাবে এই কাজ হবে। আগত অধিবাসীদের দিনহাটা, মাথাভাঙা এবং মেখলিগঞ্জে বিভিন্ন শিবিরে রাখা হবে। সৌজন্য শিবিরের জন্য, আলো, জল, শৌচাগার, ড্রেন ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সব রকম সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ দেন। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সমস্যা সমাধানে তিনি বিভিন্ন শিবিরগুলি পরিদর্শন করেন। বৈঠকে DG2 IG ( P ), Costal police, Dig, Jalpai guri Range, Addl. secy, Land & Land Reforms, Govt. of WB, বিধায়ক রবীন্দ্র নাথ ঘোষ, সভাপতি, পঃ বন উন্নয়ননিগম, রেনুকা সিনহা, সাংসদ পুষ্পিতা রায় ডাকুয়া, সভাধিপতি, কোচবিহার জেলা পরিষদ ও অন্যান্য বিভাগীয় প্রধানরা এই বৈঠকে ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট