এই প্রথম কোপা ফাইনালে চিলি


মঙ্গলবার,৩০/০৬/২০১৫
630

খবরইন্ডিয়াঅনলাইনঃ    জোড়া গোলে ইতিহাস তৈরি করল চিলি। রুদ্ধশ্বাস সেমিফাইনালে পেরুকে হারিয়ে প্রথমবার কোপা আমেরিকার ফাইনালে চলে গেল চিলি৷ প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিলেন স্যাঞ্চেস-ভিদালরা৷কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় ১০ জনের পেরু । কিন্তু পরক্ষণেই ভারগ্যাসের দুরন্ত শটে ২-১ করে চিলি । অন্য সেমিফাইনালে আর্জেন্তিনা ও প্যারাগুয়ের বিজয়ীর সঙ্গে খেতাবের লড়াইবে নামবে আয়োজক চিলি৷

এডুয়ার্ডো ভারগ্যাসের জোড়া ফলায় ছিন্নভিন্ন পেরু৷ ১৯৮৭ থেকে কোনও বার ফাইনালে টিকিট পায়নি চিলি৷ এবার তাই আয়োজক হিসেবে শুরু থেকেই ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী ছিল তারা৷ এদিন ম্যাচের শুরু থেকেই ভাগ্য সঙ্গ দেয় আয়োজকদের৷ ম্যাচের বয়স যখন মাত্র ২০ মিনিট৷ তখন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেরুর কার্লোস জ্যামবার্নো৷ চিলির মিডফিল্ডার চার্লস অ্যারানকুইজকে লাথি মেরে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জ্যামবার্নো৷ ফলে বাকি ৭০ মিনিট ১০ জনে খেলতে হয় পেরুকে৷ প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪২ মিনিটে গোল করে চিলিকে এগিয়ে দেন ভারগ্যাস৷ অ্যালেক্স স্যাঞ্চেসের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান ভারগ্যাস৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ১০ জনেই আক্রমণাত্মক ফুটবল খেলে পেরু৷ ম্যাচের ৬০ মিনিটে গ্যারি মেডেলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা৷ কিন্তু পেরুর জয়োচ্ছাস বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ মাত্র চার মিনিট পরেই ৩০ গজ দূর থেকে ভারগ্যাসের দুরন্ত শটে ২-১ এগিয়ে যায় চিলি৷ এর পর আর আয়োজকদের চাপে রাখতে পারেনি পেরু৷ ফলে এক গোলের ব্যবধানে জিতে প্রথমবার কোপার ফাইনালে টিকিট হাতে পেয়ে গেল চিলি৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট