খবরইন্ডিয়াঅনলাইনঃ সলমন খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন চলচ্চিত্র প্রযোজক বিজয় গালানি । সলমন খান অভিনীত বীর ছবির প্রযোজক এই বিজয় গালানি। গালানির অভিযোগ, তিনি বীর সিনেমার জন্য সলমনের সঙ্গে ১০ কোটি টাকার চুক্তি করেছিলেন। সিনেমা ভালো ব্যবসা দিতে পারলে তিনি সলমনকে আরও ১৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ছবি মুক্তির তিনমাস পর তিনি সেই চুক্তিপত্র মানতে রাজি হননি। এরপর সলমন সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন। কিন্তু ওই সংগঠন গালানির পক্ষেই রায় দেয়। পরে সলমন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন। এই সংগঠন গালানির বিরুদ্ধে অসহযোগিতার প্রস্তাব আনে। গালানি এই অবস্থায় প্রোডিউসার্স গিল্ডের কাছে আর্জি জানান। গিল্ড গালানির পক্ষেই রায় দেয়। সলমনের কাজে তাঁর বদনাম হয়েছে, এই অভিযোগ করে গালানি মানহানির মামলা দায়ের করেছেন।
২৫০ কোটি টাকার মানহানির মামলা সলমন খানের বিরুদ্ধে
শুক্রবার,২৬/০৬/২০১৫
629