বিকাশ সাহাঃ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখার পাশাপাশি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা গাড়ি গুলিতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায় ডালখোলার পূর্ণিয়া মোড় এলাকায়। এদিন বৃহস্পতিবার দুপুরে চাকুলিয়া ব্লকের অন্তর্গত আমবাড়ি এলাকার বাসিন্দা মহম্মদ ইয়াসিন (৪৫) বোনকে মটর বাইকে চাপিয়ে ডালখোলায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিলেন। বোন জুবেদা খাতুনের (৩৫) কোলে ছিল তাঁর ২ বছরের শিশু সন্তান। সেই সময় পেছন দিক থেকে একটি লড়ি মটর বাইকের পেছনে ধাক্কা মারলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান জুবেদা খাতুন। দুর্ঘটনার জেরে শিশু সহ মহম্মদ ইয়াসিন গুরুতর আহত হয় । দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখানোর পাশাপাশি বেসরকারী বাসে ও দুটি লড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পরে দূর পাল্লার বহু গাড়ি। ঘটনার খবর পাওয়া মাত্র ডালখোলা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহতদের প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করলেও লড়ির চালক ও খালাশি পলাতক। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ডালখোলায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল
বৃহস্পতিবার,২৫/০৬/২০১৫
595