বিকাশ সাহাঃ হাটের পরিকাঠামো উন্নয়নের তাগিদে এদিন বুধবার দুপুরে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তর, কালিয়াগঞ্জ পৌরসভা ও থানায় ডেপুটেশন দিলেন শতাধিক হাট ব্যবসায়ী। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট গুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ পৌরসভার ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধনকৈল হাট। প্রতি সোমবার করে হাটের দিনে উত্তরবঙ্গ এমনকি বিহারের অনেক মানুষ রুজি রোজগারের তাগিদে ধনকৈল হাটে আসেন। কিন্তু বর্তমানে ধনকৈল হাটের বেহাল অবস্থা দেখে হাট ব্যবসায়ীদের প্রাণ ওষ্ঠাগত। তাই হাট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৯ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় বিডিও অফিস, পৌরসভা ও থানার আধিকারিকের হাতে ।
হাট ব্যবসায়ী সমিতির সভাপতি দিলিপ কুণ্ডু বলেন, হাট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যবস্থা সহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। হাটে অগ্নিনির্বাপক ব্যবস্থা করার পাশাপাশি উন্নত মানের শৌচালয়ের ব্যবস্থা ও দালালদের হাত থেকে ধনকৈল হাটকে মুক্ত করতে হবে । আগামী দিনে আমাদের সমস্যার সমাধান না হলে জীবন জীবিকার প্রশ্নে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব।
কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির ডেপুটেশন
বুধবার,২৪/০৬/২০১৫
613