মোবাইল ফোন আর টেবলেটের জন্য স্বয়ংপূর্ণ সুরক্ষা


মঙ্গলবার,২৩/০৬/২০১৫
829

সত্যজিৎ চক্রবর্তীঃ অ্যাপসডেলি সালিউশন প্রাইভেট লিমিটেড, ভারতের অগ্রণী মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট আর ডিস্ট্রিবিউসন কোম্পানী। অ্যাপসডেলির ‘ মোবাইল প্রোটেকশন ‘ প্রস্তুত করল। যা কিনা মোবাইল বা টেবলেট চুরি, ক্ষতি বা ভাইরাস -এর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষার সমাধান করবে। এর ফলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসটির খোঁজ করতে পারবে জিপিআরএস ট্র্যাকিং -এর মাধ্যমে, এবং দুর থেকেও মোবাইলের মাধ্যমে তা দেখতে পারবেন। আর এর এন্টিভাইরাস বা ক্ষতিকারক ভাইরাস এবং কিছু ক্ষতিকারক অ্যাপলিকেশন কে স্ক্যান করতে পারবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট