প্রদীপ কুন্ডুঃ ছিটমহলের মঞ্চ মিস করলো ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্তকে ।দীর্ঘ ৬৮ বছর ধরে ভারত ও বাংলাদেশে রয়েছে ছিটমহল ।আর বিগত ১৫ বছর দীপ্তমান সেনগুপ্ত ছাড়া কোনো মঞ্চ হয়নি ছিটমহলে ।আমরা ছিটমহলবাসিরা সব সময় এই মহান মানুষকে মিস করি ।ছিটমহল বিনিময়ের পর পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা নিয়ে ছিটমহলের মানুষের কাছে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও পূর্ত দপ্তরের পরিষদীয় সচীব রবীন্দ্রনাথ ঘোষ ।মশালডাঙ্গাবাসি এদিন রবীবাবুকে স্বাগত জানান এবং উনাকে পুস্পস্তবক অর্পন করেন।
ছিটমহলের মঞ্চ মিস করলো ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্তকে
সোমবার,২২/০৬/২০১৫
680