প্রাক্তন বিদেশমন্ত্রী এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণার জীবনাবসান


মঙ্গলবার,১০/১২/২০২৪
36

প্রাক্তন বিদেশমন্ত্রী এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণার জীবনাবসান হয়েছে। বেঙ্গালুরুতে আজ সকালে নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাহ করেন। বয়স হয়েছিল ৯২। বয়সজনীত কারণে তিনি বেশকিছুদিন অসুস্থ ছিলেন।

১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তাঁর সময়কালেই বেঙ্গালুরু তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠে। ইউ পি এ সরকার থাকাকালীন ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত শ্রী কৃষ্ণা বিদেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এবং কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ পদও সামলেছেন। মতাদর্শগত পার্থকের কারণে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করে ২০১৭ য় তিনি বিজেপি তে যোগ দেন এবং তারপর থেকেই কর্ণাটকের রাজনীতিতে একজন পথপ্রদর্শক হিসেবে তাঁকে দেখা গেছে। ২০২৩ সালে তিনি পদ্মভূষণে সম্মানীত করা হয়েছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট