দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, চারজন গ্রেপ্তার


মঙ্গলবার,১০/১২/২০২৪
27

মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে রেল পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর যৌথ অভিযানে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর এসি কামরা থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিবরণ

গোপন সূত্রে খবর পেয়ে মালদা থেকে আসা ট্রেনে অভিযান চালানো হয়। এই অভিযানে আরপিএফ ক্রাইম ব্রাঞ্চ এবং জিআরপি-র একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের সময় চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আদ্রাস কুমার, বিকাশ কুমার সিং, অজয় সিং, এবং পাপ্পু কুমার সিং। প্রাথমিক তদন্তে জানা গেছে, এরা সকলেই বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা।

আরপিএফ আধিকারিকের বক্তব্য

নিউ ফারাক্কা পোস্টের আরপিএফ আধিকারিক সঞ্জয় মুদি জানিয়েছেন, অভিযানের সময় ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়েছে, যা ট্রেনে লুকিয়ে রাখা ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই গাঁজা দিল্লি বা তার আশেপাশে পাচার করার পরিকল্পনা ছিল।

আইনানুগ পদক্ষেপ

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে এই পাচার চক্রের পেছনে থাকা অন্যদের সম্পর্কে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকার হতে পারে বলে অনুমান।

ক্রমবর্ধমান মাদক পাচার রোধে নজরদারি বাড়ছে

আরপিএফ ও জিআরপি-র এই সাফল্য মাদক পাচার রোধে তাদের তৎপরতার একটি উদাহরণ। রেলপথ ব্যবহার করে বেআইনি মাদক পরিবহনের ঘটনা সম্প্রতি বেড়ে চলেছে। তাই রেল পুলিশের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

এই ঘটনার পর রেল যাত্রীদের কাছে আরপিএফ ও জিআরপি সতর্কতা জারি করেছে এবং বেআইনি কার্যকলাপ সম্পর্কে অবহিত করতে অনুরোধ করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট