আর জি কর কান্ডে সিবিআই-এর সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট


মঙ্গলবার,১০/১২/২০২৪
35

আর জি কর কান্ডে সিবিআই-এর সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট পর্যবেক্ষণের পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই হত্যা ও ধর্ষণ মামলার শুনানি সম্ভবত এক মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। শিয়ালদহ বিশেষ সিবিআই আদালতে সোম থেকে বৃহস্পতি দৈনিক ভিত্তিতে এর শুনানি চলছে। ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। ৮১ জন সাক্ষীকে জেরা করা হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই পর্যবেক্ষণ করেছেন। সিবিআই-এর পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহেতা বেঞ্চকে জানান, আর জি কর হাসপাতালের আর্থিক অনিয়মের বিষয় পৃথকভাবে তদন্ত করা হয়েছে এবং চার্জশিটও পেশ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সরকারী কর্মচারী হওয়ায় রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে। নিহত চিকিৎসক পড়ুয়ার পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, সিবিআই হত্যা ও ধর্ষণ মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করবে বলে আশা করছেন। ১৭-ই মার্চ সুপ্রিম কোর্টে আবার মামলাটি উঠবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট