উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাব, উপকূল ও পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস


বৃহস্পতিবার,২৮/১১/২০২৪
105

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের পাশাপাশি উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আনতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, পাহাড়ি জেলাগুলিতে রাতের ঠান্ডা কিছুটা কম অনুভূত হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রীরও বেশি।

কেন এই পরিবর্তন?

উত্তর-পশ্চিম ভারতের উপর দিয়ে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প মিলে রাজ্যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।

কীভাবে প্রভাব পড়তে পারে?

  • উপকূলীয় জেলা: হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অঞ্চলে প্রভাব বেশি থাকতে পারে।
  • পাহাড়ি জেলা: দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পরিবর্তন

এই আবহাওয়ার পরিবর্তনের ফলে রাতের ঠান্ডা কম অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সাপ্তাহিক ছুটির দিনে এমন আবহাওয়ায় বিশেষ করে যারা পাহাড় বা সমুদ্র ভ্রমণে যাচ্ছেন, তাদের সতর্ক থাকা এবং স্থানীয় আবহাওয়া রিপোর্ট দেখে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট