ডি-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এবং কৃষকরা যাতে সহজেই এই সার পান, তার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার, রেল এবং সার কোম্পানিগুলির সাথে সমন্বয় সাধন করছে।
বিশ্বজুড়ে সমস্যা সত্ত্বেও, ২০২৪-২৫ রবি মৌসুমে অক্টোবর এবং নভেম্বর মাসে ১৭ লক্ষ টনের বেশি DAP বিভিন্ন বন্দরে নিয়ে আসা হয়। এছাড়াও প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টন সার দেশে উৎপাদিত হয়। এই সার রাজ্যগুলিকে পাঠানো হয়েছে । সরকারের উদ্যোগেই ,চলতি রবি মৌসুমে মোট ৩৪ লক্ষ ৮১ হাজার মেট্রিক টন ডিএপি, ৫৫ লক্ষ মেট্রিক টনের বেশি নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম এবং সালফার NPKS সার সরবরাহ করা হয়েছে।