রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল, শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন


মঙ্গলবার,১২/১১/২০২৪
171

কলকাতা, ১১ নভেম্বর ২০২৪: রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। কোচবিহারের সীতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, এবং বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের ভোটাররা এই নির্বাচনে অংশ নেবেন। এই আসনগুলির ১৫ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটদাতা ৪২ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করবেন।

বিশেষ করে মেদিনীপুর, মাদারিহাট, এবং নৈহাটি কেন্দ্রে মহিলা ভোটদাতার সংখ্যা পুরুষদের তুলনায় বেশি, যা এই নির্বাচনকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ক্যুইক রেসপন্স টিম এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথে সরাসরি নজরদারি করতে পারে। এই উদ্যোগগুলি সুষ্ঠু ও নির্ভুল ভোটগ্রহণ নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছ রাখার লক্ষ্যে সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট