মহিলা ও শিশু সুরক্ষায় রেল সুরক্ষা বাহিনীর সক্রিয় ভূমিকা: ফিরোজপুর ডিভিশনে বিশেষ উদ্যোগ


মঙ্গলবার,১২/১১/২০২৪
139

মহিলা ও শিশু সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) উদ্যোগ নিয়েছে। বিশেষ করে রেল চত্বরে সঙ্কটাপন্ন অবস্থায় থাকা শিশু এবং একা ভ্রমণকারী মহিলাদের সুরক্ষায় রেল সুরক্ষা বাহিনী বিশেষভাবে তৎপর। পাঞ্জাবের ফিরোজপুর ডিভিশনে আরপিএফ কর্তৃক পরিচালিত মিশন নানহে ফরিশতে এবং অপারেশন আহাট -এর অধীনে শিশু পাচার রোধ ও মহিলাদের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে।

মহিলাদের নিরাপত্তায় অপারেশন মেরি সাহেলি-এর আওতায়, আরপিএফ সক্রিয়ভাবে বিশেষ মান্য কার্যবিধি বা এসওপি অনুসরণ করছে, যা মহিলা যাত্রীদের আরও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা প্রদান করছে। এ বছর এখন পর্যন্ত ফিরোজপুর ডিভিশনের আরপিএফ ১২৮ জন হারানো শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পাচারের হাত থেকে রক্ষা করেছে ১৫ জন শিশুকে।

রেল কর্তৃপক্ষের এই উদ্যোগগুলি সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে এবং এটি দেশব্যাপী শিশু ও মহিলাদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট