কানাডায় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


মঙ্গলবার,০৫/১১/২০২৪
65

কানাডায় হিন্দু মন্দিরে সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই হামলাকে “কাপুরুষোচিত প্রচেষ্টা” বলে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের ঘটনা ভারতের কূটনীতিকদের ভয় দেখানোর উদ্দেশ্যে হলেও, ভারতের সংকল্পকে দুর্বল করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে এই ধরনের হিংসাত্মক কাজের কঠোর নিন্দা করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বজায় রাখার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে অবস্থিত ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও কানাডা সরকারের।

এই ঘটনার জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্যকে সমর্থন জানিয়ে ভারতীয় সমাজ এবং কূটনৈতিক মহল কানাডা সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট