ভাতৃ দ্বিতীয়া: ভাই-বোনের সম্পর্কের বন্ধন সুদৃঢ় করার উৎসব


রবিবার,০৩/১১/২০২৪
95

আজ ভাতৃ দ্বিতীয়া, বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি, যা ভাই-বোনের সম্পর্ককে আরও সুদৃঢ় করার উৎসব হিসেবে পরিচিত। এই দিনে বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন। এটি শুধু শুভেচ্ছা জানানো নয়, বরং ভাই-বোনের মধ্যে মজবুত বন্ধনের প্রতীক হিসেবে গণ্য হয়।

কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে বাংলার বিভিন্ন অঞ্চলে এই উৎসব পালন করা হয়। অনেকের বাড়িতে এই উৎসব গতকাল প্রতিপদে উদযাপিত হলেও আজও সারা বাংলা জুড়ে ভাতৃ দ্বিতীয়া নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই।

উপহার ও মিষ্টিমুখের আয়োজন

ভাতৃ দ্বিতীয়ায় বোনেরা ভাইয়ের জন্য নানা ধরনের মিষ্টান্ন ও খাবার পরিবেশন করেন, আর ভাইয়েরাও তাদের বোনদের হাতে উপহার তুলে দেন। এই দিনটিতে উপহার বিনিময়ের মাধ্যমে ভাই-বোনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। বোনেরা যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন, ভাইয়েরাও বোনদের জন্য সুরক্ষা এবং ভালোবাসার প্রতিশ্রুতি দেন।

বাংলার ঐতিহ্যে ভাতৃ দ্বিতীয়া

ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া বাংলার দীর্ঘ ঐতিহ্যের অংশ। এটি বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভাই-বোনের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সুরক্ষার বার্তা বহন করে। প্রতিটি পরিবারেই এই দিনটির একটি বিশেষ মর্যাদা রয়েছে, যেখানে পারিবারিক আনন্দ এবং ঐতিহ্য একই সঙ্গে উদযাপিত হয়।

ভাতৃ দ্বিতীয়া কেবলমাত্র একটি উৎসব নয়, বরং ভাই-বোনের মাঝে সারা জীবনের জন্য স্থায়ী বন্ধনের অঙ্গীকার। এই বিশেষ দিনে সকল ভাই-বোনকে শুভেচ্ছা ও ভালোবাসা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট