উৎসবের মরশুমে ভারতীয় রেলের বিশেষ ট্রেন পরিষেবা: দেশজুড়ে বাড়তি যাত্রী সুবিধা


রবিবার,০৩/১১/২০২৪
94

ভারতীয় রেল চলতি উৎসবের মরশুমে যাত্রীদের ভ্রমণকে আরামদায়ক ও সহজ করতে বিশেষ ফেস্টিভাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। আজ দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে কুড়িটি বিশেষ ট্রেন পরিচালিত হবে। এই ট্রেনগুলো বিশেষত যেসব স্থানে উৎসবের সময় ভিড় বেড়ে যায়, সেসব স্থানগুলির জন্য নির্ধারিত। এর মধ্যে উল্লেখযোগ্য গন্তব্যস্থলগুলো হল দারভাঙ্গা, রাঁচি, পাটনা, কাটরা, মোজাফফরপুর, বালিয়া, কামাখ্যা এবং আজমগড়।

দক্ষিণ পূর্ব রেলের বিশেষ উদ্যোগ

উৎসবকেন্দ্রিক যাত্রীর চাপ সামলাতে দক্ষিণ পূর্ব রেলও বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ শালিমার-পুরী স্পেশাল রাত ৯:৫৫-এ শালিমার থেকে ছাড়বে। এছাড়া, সাঁতরাগাছি থেকে সকাল ৮:১০-এ সাঁতরাগাছি-দীঘা স্পেশাল এবং দীঘা থেকে দুপুর ১:১০-এ দীঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে। সেই সাথে, সাঁতরাগাছি থেকে দুপুর ১২:২০-এ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল এবং রাঁচি থেকে সন্ধ্যা ৬ টায় রাঁচি-পূর্ণিয়া কোর্ট স্পেশালও যাত্রা শুরু করবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

উত্তর পূর্ব সীমান্ত রেলের বিশেষ পরিষেবা

উত্তর পূর্ব সীমান্ত রেলও উৎসবের সময় যাত্রীদের যাতায়াতকে সহজ করতে একাধিক বিশেষ ট্রেন চালাচ্ছে। নিউ জলপাইগুড়ি থেকে লুধিয়ানা পর্যন্ত চলবে নিউ জলপাইগুড়ি-লুধিয়ানা উৎসব স্পেশাল এক্সপ্রেস, যা আগামীকাল সকাল ১০টায় যাত্রা শুরু করবে।

ছট পুজো উপলক্ষে বিশেষ পরিষেবা

ছট পুজোর ভক্তদের সুবিধার্থে কাটিহার ও মণিহারির মধ্যে দুটি ডেমু স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনগুলো ছট পুজোর সময় ভক্তদের যাতায়াতের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।

ভারতীয় রেলের এই উদ্যোগ উৎসবের সময় যাত্রীদের চাপকে সামাল দিতে বিশেষ কার্যকরী হবে। প্রতিটি রেল জোন তাদের যাত্রীদের সুবিধার্থে স্থানীয় ট্রেন পরিষেবা বাড়াচ্ছে, যা এই উৎসব মরশুমে যাত্রীদের জন্য একটি বিশাল স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট