নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল: পেট্রাপোল সীমান্তে ভারতের আধুনিকতম সংযোগ


শুক্রবার,০১/১১/২০২৪
118

ভারত ও বাংলাদেশ সীমান্তে, পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে সদ্য উদ্বোধন হয়েছে অত্যাধুনিক আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও কার্গো গেট। তিনতলা এই ঝকঝকে টার্মিনালটি নির্মাণ করেছে শাপুর্জি পালোনজি সংস্থা। আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত এই টার্মিনালটি প্রতিদিন প্রায় ২০,০০০ যাত্রীকে সেবা দিতে পারবে।

এখানে এয়ারপোর্টের মতোই বিভিন্ন সুবিধা রয়েছে: ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেক পয়েন্ট, ওয়েটিং এরিয়া, ডিউটি-ফ্রি শপ, ক্যাফে, কারেন্সি এক্সচেঞ্জ, ওষুধের দোকান, কনভেয়ার বেল্ট, অফিস স্পেস, এবং বিশাল পার্কিং এরিয়া। এই উন্নত মানের যাত্রী পরিষেবা এবং ব্যবসার সুবিধার জন্য নতুন টার্মিনালটি পেট্রাপোল সীমান্তকে দেশের অন্যতম ব্যস্ততম ল্যান্ড বর্ডার হিসেবে আরও গুরুত্ব দিচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে এই নতুন যাত্রী টার্মিনাল সংযোগ শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রেও সুগম পরিবেশ সৃষ্টি করবে। নতুন টার্মিনালটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগকে আরও মজবুত করবে এবং সীমান্ত পাড়ি দেওয়ার অভিজ্ঞতা করবে সহজ ও নিরাপদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট