আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতনের অভিযোগের বিচারের দাবিতে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসা জগৎ। জুনিয়র ডাক্তারদের সংগঠনগুলোর মধ্যে দানা বেঁধেছে দ্বন্দ্ব। আরজি কর কলেজে ঘটে যাওয়া এই ঘটনার বিচার এবং আরও ১০ দফা দাবি নিয়ে ডব্লিউবিজেডিএফ (ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম) আমরণ অনশন শুরু করেছে। তবে তাদের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে আরেকটি সংগঠন—পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন (ডব্লিউবিজেডিএ)।
ডব্লিউবিজেডিএফ-এর দাবি, নির্যাতিতার জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সেইসাথে তাদের দাবি পূরণের জন্য সরকারকে অগ্রগামী পদক্ষেপ নিতে হবে। কিন্তু ডব্লিউবিজেডিএ এ বিষয়ে দ্বিমত পোষণ করছে এবং জানাচ্ছে যে, আন্দোলনের জন্য নির্দিষ্টভাবে কর্মপন্থা গ্রহণ করতেই হবে। এতে করে দুই সংগঠনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে এবং আন্দোলন এখন এই দুই সংগঠনের প্রভাব ও শক্তি প্রদর্শনের মল্লযুদ্ধে পরিণত হয়েছে।
চিকিৎসক মহলে এই দ্বন্দ্বের ফলে স্বাস্থ্য পরিষেবার ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য মহল।