রাষ্ট্রপতি ভবনে কোনারক চক্রের প্রতিরূপ, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক


বুধবার,৩০/১০/২০২৪
30

নতুন দিল্লি: ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্যকীর্তি তুলে ধরতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্র ও অমৃত উদ্যানে ওড়িশার ঐতিহাসিক কোনারক সূর্য মন্দিরের চারটি বেলে পাথরের কোনারক চক্র প্রতিরূপ বসানো হয়েছে।

কোনারক সূর্য মন্দির ওড়িশার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা ১৯৮৪ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশাল সূর্য চক্র সময় ও স্থাপত্যের নিখুঁত সমন্বয় প্রকাশ করে। রাষ্ট্রপতি ভবনে এই প্রতিরূপগুলো স্থাপনের উদ্দেশ্য দেশের মানুষকে ভারতের প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্যে অনুপ্রাণিত করা এবং ভ্রমণকারীদের ঐতিহ্য সম্পর্কে আরও অবহিত করা।

এই কোনারক চক্র, সময়ের চিরন্তন গতি ও ভারতের সংস্কৃতির ধারাবাহিকতা প্রতিফলিত করে, যা প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট