কেরালার কাসারগড়ে মন্দিরের উৎসবে আতশবাজিতে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ অন্তত ১০০ জন, আশঙ্কাজনক ১০ জন


মঙ্গলবার,২৯/১০/২০২৪
27

কেরালার কাসারগড় জেলার নীলেশ্বরমে ভিরাকাভু মন্দিরের বার্ষিক উৎসবে আতশবাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে উৎসবের জন্য মজুদ করে রাখা আতশবাজিতে আগুন ধরে গেলে অন্তত ১০০ জন অগ্নিদগ্ধ হন, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

প্রতিবছর ভিরাকাভু মন্দিরের উৎসবে বহু পুণ্যার্থী সমবেত হন, এবং এই বছরও বিরাট ভিড় জমেছিল। উৎসব চলাকালীন আচমকাই বাজিতে আগুন ধরে যায়, যা দ্রুত বিস্তার লাভ করে এবং বহু মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে তদন্ত চালাচ্ছে।

পুলিশ এই ঘটনায় মন্দির কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে হেফাজতে নিয়েছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অগ্নি-নিরাপত্তা বিধি মেনে না চলার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনাটি উৎসবে নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট