ঘূর্ণিঝড় ডেনার আছড়ে পড়া: আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে প্রশাসন


শুক্রবার,২৫/১০/২০২৪
115

মধ্যরাতে পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ডেনা’। এই প্রাকৃতিক বিপর্যয় রাজ্যের জন্য কতটা ক্ষতিকারক হবে তা নিয়ে প্রথম থেকেই ছিল প্রচুর উদ্বেগ। বিশেষ করে, রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা নিয়ে প্রশাসনের সতর্ক দৃষ্টি ছিল।

সারা রাত ধরে নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জায়ান্ট স্ক্রিনে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যালোচনা করেন তিনি, এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর পুরো পরিস্থিতি সতর্কতার সাথে পরিচালনা করে।

প্রথমদিকে আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় ডেনা এই রাজ্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ না হলেও প্রশাসনের মতে, ক্ষয়ক্ষতির খবর তেমনভাবে পাওয়া যায়নি। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও বড় কোনও ক্ষতির খবর আসেনি। ফলে আতঙ্কের পরিবেশের অবসান ঘটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী নির্দেশনা অনুযায়ী সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Image Credit : Dibakar Roy

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট