নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঋষভ পন্থকে, বল লেগেছিল তার অস্ত্রোপচার হওয়া হাঁটুতে। তবে পুণেতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তিনি। ভারতের কোচ গৌতম গম্ভীর বুধবার সাংবাদিক বৈঠকে নিশ্চিত করেছেন যে, পন্থই উইকেটকিপিং করবেন।
গম্ভীর বলেন, “পন্থ একদম ঠিক আছে। কাল ও-ই উইকেটকিপিং করবে।” তবে বাকি দল নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেছেন কোচ। শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই প্রথম একাদশে ঢোকার দাবিদার। গিল সম্পর্কে গম্ভীর জানান, “শেষ ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি শুভমন। তবে ও এখন ভাল ফর্মে রয়েছে। আমরা এখনও প্রথম একাদশ নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। কাল ঠিক করব।”
ওয়াশিংটন সুন্দরকেও নিয়ে ভাবছেন কোচ। গম্ভীর যুক্তি দিয়েছেন, “নিউ জ়িল্যান্ড দলে অনেক বাঁ হাতি ব্যাটার রয়েছে। আমাদের এমন একজন দরকার যে বাঁ হাতিদের বিরুদ্ধে বল বাইরে নিয়ে যেতে পারবে। ওয়াশিংটন সব সময়ই ভাল বিকল্প।”
ভারতীয় দল এখনও একাদশ চূড়ান্ত না করলেও, যেই দলই খেলুক, তাদের লক্ষ্য একটাই— জয়।