“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল


শনিবার,০৪/০৫/২০২৪
5264

বিজেপির বিজ্ঞাপনে ‘ধর্ম’ হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে কোন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করতে পারবে না। ধর্মীয় ভাবাবেগ কোনোভাবে প্রচারের অঙ্গ হবেনা। তারপরেও বিজেপি তাদের নির্বাচনী বিজ্ঞাপনে সেই ধর্মকেই হাতিয়ার করে ভোটারদের আকর্ষণ করতে চেয়েছে। শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, “সনাতন বিরোধী তৃণমূল, এই লোকসভা নির্বাচন থেকেই সনাতন বিরোধী সরকারের বিদায়ের সূচনা করুন। ” তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দেশ বাঁচাও গণ মঞ্চ বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে। কেন নির্বাচন কমিশন কোন পদক্ষেপ গ্রহণ করছে না এই বিজ্ঞাপনের বিরুদ্ধে তা জানতে চাইবে ওই সংগঠন। যেখানে নির্বাচনের বিধিতে বলা হয়েছে ধর্মকে ব্যবহার করে প্রচার করা যাবে না সেখানে বিজেপি এই বিজ্ঞাপন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যারা এই বিজ্ঞাপন প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওই সংস্থার।
বিজেপির এই বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। একটা দল যখন নীতি আদর্শে দেউলিয়া হয়ে পড়ে তখন ধর্মকে হাতিয়ার করে, মন্তব্য তৃণমূল নেতৃত্বের। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সেই অবস্থা। জনগণের কাছ থেকে সমর্থন হারিয়ে এখন ধর্মকেই বেসাতি করতে চাইছে। এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন নির্বাচন কমিশনের সাহস থাকলে বিজেপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। বিজেপির হয়ে কমিশন কাজ করছে এমন অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজ্ঞাপন ইস্যুতে কমিশন আদৌ কী ব্যবস্থা নেয় সেদিকে নজর বিভিন্ন মহলের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট