দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ প্রতিপক্ষের এই আক্রমণ এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে হারাচ্ছে ভাষা শালীনতা। আক্রমণ শানাতে গিয়ে কুরুচিকর ভাষার বন্যা বইছে। এই কুরুচিকর ভাষায় আক্রমণের নিশানায় পড়ছেন সব দলের প্রধান প্রধান নেতা-নেত্রীই। আবার বিপক্ষকে আক্রমণ করতেও কম যাচ্ছেন না তারা। নির্বাচন কমিশন অনেক নেতাকে সতর্ক করেছেন। তারপরেও থেমে যায়নি এই ধরনের আক্রমণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলকে প্রচারে এই ধরনের অশালীন ভাষা বন্ধের জন্য চিঠি পাঠিয়েছে। সব দলের তারকা প্রচারকরা বক্তব্য রাখার সময় যেন শালীনতা বজায় রাখে সে আবেদন করা হয়েছে।
স্টার ক্যাম্পেইনের দের কুরুচিকর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার আর্জি কমিশনের।প্রচার চলাকালীন কোনো রকম বিদ্বেষ মূলক বক্তব্য না রাখার আর্জি। যতই নির্বাচনী পারদ চড়ছে ততই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে সমস্ত রাজনীতিক দল। বন্ধ করতে এই উদ্যোগ নির্বাচন কমিশনের।
কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে
বুধবার,০১/০৫/২০২৪
398