ছাত্র-যুব-শিক্ষক সংগঠনের মিছিল ঘিরে উত্তাল করুণাময়ী, তারপর যা হল


বুধবার,০১/০৫/২০২৪
163

বাম বাম ছাত্র যুব শিক্ষক সংগঠনের মিছিল ঘিরে উত্তাল পরিস্থিতি করুণাময়ীতে। পথে মিছিল আটকে দেওয়া হয় এবং যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। হাতা-হাতিতে পৌঁছায় পরিস্থিতি।
২০১৬ সালের এসএসসি প্যানেলের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে হাইকোর্টের নির্দেশে। রাতারাতি বেকারে পরিণত হওয়া এই বিপুল সংখ্যক চাকরীরত শিক্ষকদের মধ্যে একটা বড়ো অংশ যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিল। অভিযোগ,কোর্টের নির্দেশের পরও বৈধ এবং অবৈধ চাকরিরতদের তালিকা তৈরি করেনি রাজ্য সরকার। অভিযোগ আন্দোলনকারীদের। এদিনের কর্মসূচি থেকে আন্দোলনকারীরা দাবি তোলেন, অবিলম্বে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে চাকরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে। নিয়োগ দুর্নীতির স্বচ্ছ, পক্ষপাতহীন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্যের সমস্ত শুন্যপদে অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের ব্যবস্থা করতে হবে।আচমকা চাকরি বাতিলের জেরে রাজ্যের স্কুল শিক্ষার পরিকাঠামোয় যেন নেতিবাচক প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট