বহরমপুরের ভোট পিছিয়ে যাচ্ছে? কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে শুরু হল চর্চা


বৃহস্পতিবার,২৫/০৪/২০২৪
339

বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন কী নির্দিষ্ট দিনেই হবে? নাকি পিছিয়ে যাবে? কলকাতা হাইকোর্টের একটি মামলার পর্যবেক্ষণে এই ধোঁয়াশা তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি মামলার পর্যবেক্ষণে বলেছেন যেখানে ৮ ঘণ্টার অনুষ্ঠান শান্তিতে করা যায় না সেখানে একটা নির্বাচন করা কী করে সম্ভব? পর্যবেক্ষণে এও বলেছেন, নির্বাচন কমিশনকে বলব নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।
রামনবমীর দিন অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদে। এই ঘটনায় দুটি থানার ওসিকে অপসারণ করে নির্বাচন কমিশন। দ্রুত পদক্ষেপ গ্রহণকারী কমিশন। এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণে এধরনের মন্তব্য করেন। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতির পর্যবেক্ষণের প্রেক্ষিতে বিভিন্ন মহলে আলোচনায় উঠে এসেছে তাহলে কী বহরমপুরের নির্বাচন পিছিয়ে যাচ্ছে? চতুর্থ দেখায় ১৩ই মে এই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ নির্বাচন করানো লক্ষণ নিয়ে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের আজকের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ মেনে বহরমপুরের নির্বাচন পিছিয়ে দেবে নির্বাচন কমিশন? এই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি কমিশন। নির্বাচন কমিশন নতুন করে কোন সিদ্ধান্ত নেয় কিনা এখন সেটাই দেখার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট