বিধায়ক পদে ইস্তফা মুকুটমণি অধিকারীর, কেন ইস্তফা দিলেন ‘পদ্ম’ প্রতীকে জেতা MLA?


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
326

বিধায়ক পদে ইস্তফা দিলেন ‘পদ্ম’ প্রতীকে জেতা বিধায়ক মুকুটমণি অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে নদিয়া জেলার এই বিধায়ক পদত্যাগ পত্র জমা দেন। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে তাঁকে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুকুটমনি। আর সে কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা।
বিজেপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছিল আগেই। জগন্নাথ সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। জগন্নাথ সরকার দলের প্রার্থী হলে তিনি সমর্থন করবেন না এটাও জানিয়ে দিয়েছিলেন দলকে। বিজেপিকে আস্থা রাখে জগন্নাথের উপর। মুকুটমণি মহিলা তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কলকাতায়। ওই মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন।
নদিয়ার রানাঘাট লোকসভা আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে তৃণমূলের তাস মুকুটমণি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট