কিছু ‘ফড়ে’ বাংলায় ঘুরে বেড়াচ্ছে, রাতদিন বাংলার বদনাম করে চলেছে। গদ্দারের কাজ বাংলার বদনাম করা। ওরা বাংলার ভালো দেখতে চাই না। ডাবগ্রাম ফুলবাড়ীতে নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে দুজন গ্রেফতার হয়েছে। তারা কেউ বাংলার নাগরিক নয়, রাজ্য পুলিশের তৎপরতায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তারপরও বিজেপি এই নিয়ে রাজনীতি করছে। বাংলাকে বদনাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ বাংলা। সার্বিকভাবে বাংলা এগিয়ে চলেছে উন্নয়নের পথে। নাগরিক পরিষেবা থেকে সামাজিক প্রকল্পে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে নানাভাবে অপদস্থ করছে। এদিনের জনসভায় কেন্দ্রকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার ভালো ওদের নজরে আসে না, ওরা বাংলাকে ভাতে মারতে চাই। এমনকি ভয়াবহ ঘূর্ণিঝড়ে যখন সাধারণ মানুষ সর্বস্ব হারিয়েছেন তাদের বাড়ি তৈরি করে দেওয়ার অনুমোদন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিজেপির কথামতো দুর্গত মানুষদের পাশে সরকার থাকুক তা চাইছে না ওরা। এর জবাব এই লোকসভা ভোটে বাংলার আমজনতা দেবে, মন্তব্য মমতার।
‘ফড়ে’র মত আচরণ, সবচেয়ে নিরাপদ বাংলা, রাজ্যের বদনাম করা নিয়ে শুভেন্দুর নাম না করে আক্রমণ
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
156