রাজ্যের বিভিন্ন এলাকায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা। কোথাও বিভিন্ন ধর্মীয় সংগঠন এই শোভাযাত্রার আয়োজন করেছে আবার কোথাও বিজেপি প্রার্থীদের সমর্থনে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই রামনবমীর শোভাযাত্রার নির্দেশ রয়েছে। তবে সেই নির্দেশ রাজ্যের অনেক জায়গায় মানা হয়নি। এমন অভিযোগ সামনে এসেছে। বিজেপি প্রার্থীদের সমর্থনে অনেক জায়গায় শোভাযাত্রায় দেখা গিয়েছে অস্ত্রের ঝঙ্কার। হাওড়া রামরাজাতলার পাশাপাশি ইংরেজ বাজারেও একই ছবি ধরা পড়েছে । মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রের শোভাযাত্রাতেও অস্ত্রের ঝঙ্কার। এমনকি তরোয়াল হাতে নাচতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। যেখানে কলকাতা হাইকোর্টের করা নির্দেশিকা রয়েছে অস্ত্র ব্যবহার না করার সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে শোভাযাত্রায় কেন অস্ত্র? এই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। তৃণমূল কংগ্রেস এই নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এলাকার মানুষের মধ্যে প্ররোচনা তৈরীর উদ্দেশ্যে এই মিছিল বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করুক, দাবি তৃণমূলের।
ইংরেজ বাজারেও অস্ত্রের ঝঙ্কার, বিজেপি প্রার্থী শ্রীরূপার শোভাযাত্রায় তরোয়াল হাতে নাচ
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
132