নির্বাচনী ইস্তেহার আসলে ‘দিদির শপথ’ : অমিত মিত্র


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
149

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, এই নির্বাচনী ইস্তেহার আসলে ‘দিদির শপথ’। তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা দেশের মানুষকে পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেস।
দিদির শপথ:
বর্ধিত আয়, শ্রমিকের সহায় – সমস্ত জবকার্ড হোল্ডারদের কাজ দেওয়া হবে। ৪০০ টাকা করে মজুরি দেওয়া হবে দেশ জুড়ে।

দেশজুড়ে বাড়ি হবে সবারই – প্রত্যেককে নিরাপদ পাকা বাড়ি প্রদান করা হবে।

জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে -বিনামূল্যে বছরে ১০টি করে প্রত্যেক বিপিএল পরিবারকে সিলিন্ডার দেওয়া হবে।
অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন – প্রত্যেক রেশন কার্ডে ৫ কেজি করে রেশন বিনামূল্যে প্রতি মাসে দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট