তৃণমূলের নির্বাচনী ইস্তাহার, বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস, গোটা দেশে লক্ষ্মীর ভান্ডার


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
148

প্রকাশিত হল ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। তৃণমূল কংগ্রেসের এই ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস, গোটা দেশে লক্ষ্মীর ভান্ডার। ইস্তাহারে নামকরণ করা হয়েছে ‘দিদির শপথ’।
লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস ইস্তাহার প্রকাশ করল। ইন্ডিয়া জোটের সঙ্গে সরকার গঠনের সঙ্গে সঙ্গে এই প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর থাকবে তৃণমূল কংগ্রেস। ইস্তাহার প্রকাশ করে ঘোষণা তৃণমূল নেতৃত্বের। কেন্দ্রেয় নরেন্দ্র মোদি সরকার মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে। মানুষকে অপমান করে চলেছে। মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। ধর্মীয় নিরপেক্ষতা নষ্ট করছে।রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে। ইশতেহার প্রকাশ করে অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেতা অমিত মিত্র।
ইস্তেহারের নামকরণ করা হয়েছে ‘দিদির শপথ’। দেশের মানুষকে তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল।

বর্ধিত আয়- শ্রমিকের সহায়
সমস্ত জবকার্ড হোল্ডারদের ৪০০ টাকা করে মজুরি
দেশজুড়ে বাড়ি হবে সবারই
প্রত্যেককে নিরাপদ পাকা বাড়ি প্রদান
জ্বালানির জ্বালা কমবে-দেশের জ্বালা ঘুচবে
প্রত্যেক বিপিএল পরিবারকে বিনামূল্যে বছরে ১০টি সিলিন্ডার
অনেক হয়েছে শাসন – এবার দুয়ারে রেশন
 প্রতি মাসে ৫ কেজি করে রেশন বিনামূল্যে

আমাদের অঙ্গীকার – নিরাপত্তা বাড়বে সবার
বার্ধক্যভাতা বৃদ্ধি করে বার্ষিক ১২ হাজার টাকা

বর্ধিত আয় নিশ্চিত এবার
ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে ৫০ শতাংশ বেশি ধার্য

স্বল্পমূল্যে পেট্রোপণ্য
জ্বালানির দাম নিয়ন্ত্রণ, ‘প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড’

যুবশক্তির গর্জন
অর্থনৈতিক শক্তি বাড়াতে মাসিক বৃত্তি প্রদান

স্বচ্ছ আইন, স্বাধীন ভারত
সিএএ বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে

এগিয়ে বাংলা, এগিয়ে ভারত
উন্নততর স্বাস্থ্যসাথী, সারা দেশে লক্ষ্মীর ভান্ডার
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, এই নির্বাচনী ইস্তেহার আসলে ‘দিদির শপথ’। তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা দেশের মানুষকে পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট