প্রথম দফার নির্বাচনে ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম দেখায় নির্বাচন হবে তিনটি লোকসভা কেন্দ্রে। ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথম দফায় তিনটি লোকসভা কেন্দ্রে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন।প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন আসনের নির্বাচন আছে।পাশাপাশি এই তিনটি আসনের নির্বাচন এর জন্য মঙ্গলবারই এসে পৌঁছাচ্ছে তিন পর্যবেক্ষক।এই তিনটি আসনের মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে বুধবার থেকে। ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে কমিশন। প্রথম দফার ভোট তিনটি আসনে। প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট করতে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে কমিশন।
মঙ্গলবার থেকে রাজ্যে তিনজন আয় ব্যয় পর্যবেক্ষক।
১) সঞ্জয় কুমার – কোচবিহার।
২) মদনমোহন মীণা-জলপাইগুড়ি।
৩) শালম কে দুর্গেশ যাদব- আলিপুরদুয়ার।
পশ্চিমবঙ্গে মোট সাত দফায় লোকসভা নির্বাচন। প্রতিটি দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে নির্বাচন করাতে ব্যবস্থা নিচ্ছে কমিশন। সেই মত প্রথম দফার ৩ লোকসভা কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত।
প্রথম দফার নির্বাচনে ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
শুক্রবার,২২/০৩/২০২৪
317