ঝাড়খন্ডে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। ওই বিজেপি বিধায়কের নাম জয়প্রকাশ ভাই প্যাটেল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর দলীয় বিধায়কের দল ছাড়ার ঘটনায় ঝাড়খন্ডে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়ল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এই মুহূর্তে জেলে রয়েছেন। বিরোধীদের অভিযোগ বিরোধী জোট ভাঙার চেষ্টা চালিয়েও সফল হয়নি বিজেপি। ঝাড়খন্ডে সরকার ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বিজেপি। এবার বিজেপিতে ভাঙন ধরাল বিরোধীরা। অবশ্য মঙ্গলবার ঝাড়খন্ড মুক্তি মোর্চার এক নেত্রী যোগদান বিজেপিতে। হেমন্ত সোরেনের পরিবারে ভাঙন ধরায় বিজেপি। হেমন্ত সোরেনের বউদি সীতা সোরেন দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপিতে ভাঙন ধরাল বিরোধীরা। প্রাক্তন বিধায়ক নন, বর্তমান বিধায়ক নাম লেখালেন বিরোধী শিবিরে। এই নিয়ে ঝাড়খন্ড বিজেপির তরফ থেকে মুখ খোলেননি কেও। তবে কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপির আরো অনেক নেতা লাইনে রয়েছেন দলবদল করার জন্য। ঝাড়খণ্ডের মানুষ বিজেপির বিরুদ্ধে এবারের ভোটে জবাব দেবে। যেভাবে সরকার ভাঙার খেলাই নেমেছিল বিজেপি তার উচিত শিক্ষা পাবে।
ঝাড়খন্ডে বিজেপিতে ভাঙন, কংগ্রেসে যোগ বিজেপি বিধায়কের
শুক্রবার,২২/০৩/২০২৪
301