কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মমতা ও অভিষেকের


রবিবার,১০/০৩/২০২৪
552

তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ জনজোয়ারে পরিণত হলো। কয়েক লক্ষ মানুষের সমাগম হয় ব্রিগেডের ময়দানে। ভরা সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে বঞ্চনা করার প্রতিবাদ জানার তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন:
একজন ইলেকশন কমিশনার পদত্যাগ করেছে , বাংলায় জোর করে ভোট লুঠের চক্রান্ত করেছে মানতে পারেননি তাই পদত্যাগ করেছেন বলে খবরে দেখলাম গ্যাসের দাম বেড়েছে কত? ভোটের আগে দাম কমাচ্ছে কীসের গ্যারান্টি? টাকা না দিয়ে বলছে খেয়ে ফেলেছে , দুবছর ধরে বাড়ির পয়সা এক পয়সাও দেয়নি , ১১ লক্ষ মানুষের বাড়ি আমরা করে দেব মানুষের ওপর অত্যাচার করে চলেছে গত লোকসভা ভোটে ১৮ আসন পাওয়ার পর থেকে ইলেকশনের পর সব কেড়ে নেবে, এন আর সি করতে দেব না
আধার কার্ড বাতিল করতে দেব না লড়াই করার শক্তি আমাদের দিতে হবে , বাংলার থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, বাংলার হকের সেই টাকা দেওয়া হচ্ছে না হাজার হাজার বেকারের চাকরি খেয়েছো, মনের মত প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি
যাদের দিতে পারিনি পরে অন্য নির্বাচনে সুযোগ করে দেব আসাম, মেঘালয়ে একাই লড়ব , বাংলায় একাই লড়ব দেশ পরিচালনায় নিয়ন্ত্রণ করবে বাংলা

এদিন সোচ্চার ছিলেন অভিষেকও। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। অভিষেক বলেন:
অন্যদের ৬ মাস লাগে ব্রিগেডের প্রস্তুতি নিতে আমরা ব্রিগেডকে দেখালাম আগামীর রায় বহিরাগতদের বিদায় আজকের ব্রিগেড তৃণমূলের ব্রিগেড নয়, গরীব মানুষের ব্রিগেড বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড বাংলা বিরোধীদের বিসর্জন বিচারপতি নিয়ে কিছু বলবো না, চোরেরা খুনিরা বিচারপতি কে উত্তরীয় পরাচ্ছে বিচারপতিকে দলে নিচ্ছে, চোরেরা খুনিরা ৪২ হাজার কোটি টাকা আবাস যোজনার জন্য দিয়েছেন, ১৪ ডিসেম্বর ২০২২ কেন্দ্র চিঠি পাঠায় প্রধান মন্ত্রী আবাস যোজনার একটাও টাকা দেয়নি,
গত তিনটি অর্থ বর্ষে এক টাকাও দেয়নি প্রমাণ করুন টাকা দিয়েছেন প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো ,মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট