শুরু হল নৈহাটি উৎসব। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ সমস্ত কাউন্সিলররা।এই অনুষ্ঠানে নৈহাটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্মারকসহ সম্মানিত করা হয়।তার মধ্যে এশিয়াডে জয়ী দুই অ্যাথেলেটস, ইসরোর সফল বৈজ্ঞানিক, তিনজন বিশিষ্ট ডাক্তার রয়েছেন।পার্থ ভৌমিক জানান, সুব্রত দা প্রতিবছরই এই অনুষ্ঠানে আসেন।২০১১ থেকে ২০২৩ এর কোন ব্যাতিক্রম ঘটেনি। সুব্রত বক্সী আজ সন্ধেয় হাজির নৈহাটি উৎসবের মঞ্চে। শিক্ষা-সাংস্কৃতিক অন্যতম পীঠস্থান এই নৈহাটি। এই উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়। উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী, রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ।
শুরু হল নৈহাটি উৎসব
সোমবার,০১/০১/২০২৪
9437