করাচির শপিংমলে বিধ্বংসী আগুন মৃত ৩


শনিবার,০৯/১২/২০২৩
4039

করাচির একটি শপিংমলে ভয়াবহ আগুন। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের। অগ্নিকাণ্ড গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। করাচির আরশি শপিং মল এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্তকারী টিম।

পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ আগুন। করাচিতে আরশি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। সেই সময় ওই শপিংমলে কেনাকাটার জন্য ভিড় জমিয়েছিলেন নাগরিকরা। হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই শপিংমলের বিভিন্ন তলায়। দাউ দাউ করে জ্বলতে থাকে শপিং মলটি। কেনাকাটার জন্য করতে আসা ক্রেতাদের অধিকাংশই সেই সময় শপিংমল থেকে বেরিয়ে যেতে পারলেও অনেকেই আটকে পড়েন। তাদের উদ্ধারে হাত লাগান দমকল বাহিনী ও পুলিশ কর্মীরা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু ক্রেতা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পাওয়ার পর পরই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এত দ্রুততার সঙ্গে আগুন ছরিয়ে পড়ে দমকল বাহিনীকে হিমশিম খেতে হয় আগুন নেভাতে। শুধু শপিংমল নয় তার পাশে থাকা কার পার্কিংয়েও আগুন লেগে যায়। দমকল বাহিনীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগালাগায়। বেশ কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তারা সংগ্রহ করেছে নমুনা। ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী টিম গঠন করেছে স্থানীয় প্রশাসন। ওই শপিংমলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট