তথ্য চেয়ে রাজ্যের খাদ্য দফতরে চিঠি ইডির


বৃহস্পতিবার,২৩/১১/২০২৩
489

রেশন বণ্টন দুর্নীতি মামলার আঁচ এবার খাদ্য দফতরে ,বাকিবুর রহমানের চালকল, গমকলে কত ধান বা গম পাঠানো হয়েছে, তথ্য তলব ইডির । ইডি জানতে চাইছে রাজ্য খাদ্য দফতর কত পরিমাণে চাল গম পাঠিয়েছে বাকিবুরেরে চাল ও গম কলে । এই তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে ইডি বালিবুরের মিল এনজিপি তে তল্লাশি অভিযান চালিয়ে যে তথ্য পেয়েছে সেই তথ্য । এর আগে ইতি একাধিকবার আদালতে দাবী করেছে যে চাল গম গরিব মানুষের কাছে না গিয়ে খোলা বাজারে টাকার বিনিময় বিক্রি করে দেয়া হতো। যবে থেকে রাকিবুর রহমানের এই চাল কল বা গম কল খোলা হয়েছে এই ভাবে কত টাকার দুর্নীতি করা হয়েছে এবং কত পরিমাণ রেশন সামগ্রীর দুর্নীতি করা হয়েছে সেই সব তথ্য পেতে চাইছে ইডি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট